নবীনশ্রী বৃন্দাবনে নবীন মলয়া নীল (হোলির এলা)

হোলি কীর্তনর এলা

নবীনশ্রী বৃন্দাবনে নবীন মলয়া নীল
নবীনশ্রী বৃন্দাবনে নবীন মলয়া নীলে, রাধা সামে সুখো দিতে মন্দ, মন্দ, মন্দ বহে।

লিরিক্সহানঃ
নবীনশ্রী বৃন্দাবনে নবীন মলয়া নীলে।
রাধা সামে সুখো দিতে মন্দ, মন্দ, মন্দ বহে।

মলয়া পর্বতে ছিলো মলয়া পবন,
দোহার মিলন দেখি আইলো বৃন্দা বনে।

রাধা কৃষ্ণের পাদোপদ্ম মধুপিবো বলি,
ভ্রমর গুণ, গুণ, গুণ, গুণ স্বরে।
অলি রাজ মগ্ন হয়ে গুণ, গুণ, গুণ, গুণ স্বরে।।

কথা-সুর সংগ্রহ
অজা বিনোদ সিংহ (বান্দারা অজা)
সংগ্রাহক 
বিপুল সিংহ (তিলকপুর)
সামাজিক স্বেচ্ছাসেবক
ডিজিটাল সংরক্ষণ
সম্পাদক, নিংশিং চে

মতাতম দিকঃ

0 Comment "নবীনশ্রী বৃন্দাবনে নবীন মলয়া নীল (হোলির এলা)"

একটি মন্তব্য পোস্ট করুন