খেলবো খেলবো শ্যাম তোমার সনে (হোলির এলা)

হোলি কীর্তনর এলা

খেলবো খেলবো শ্যাম তোমার সনে
খেলবো খেলবো শ্যাম তোমার সনে, একেলা পাইয়াছি তোরে এ ঘোর বনে


লিরিক্সহানঃ
খেলবো খেলবো শ্যাম তোমার সনে,
একেলা পাইয়াছি তোরে এ ঘোর বনে ।

একেলা পাইয়াছি হেথা, পলাইয়া যাবে কোথা।
ছাড়িয়া না দিবো তোরে নাগর কালা।

রায়ের হাতে পেচোকারি, আতর গোলাপ ভরি।
কুমকুম কস্তুরি ভরি মারবো পেচকারি।

নীল শাড়ি পড়াবো, পিত ধরা খসাবো।।
নাগর হইয়া মোহন বাঁশি আমরা বাজাবো।

কেউ মারে বদন পানে, কেউ মারে অঙ্গে।
কেউ মারে শ্যামের শ্রী চরণে।

কথা-সুর সংগ্রহ
অজা বিনোদ সিংহ (বান্দারা অজা)
মণিপুরি থিয়েটার
সংগ্রাহক 
বিপুল সিংহ (তিলকপুর)
সামাজিক স্বেচ্ছাসেবক
ডিজিটাল সংরক্ষণ
সম্পাদক, নিংশিং চে

এলাহান হুনিকঃ

মতাতম দিকঃ

আগোই রেসপন্স করিসে !! "খেলবো খেলবো শ্যাম তোমার সনে (হোলির এলা)"