হোলি কীর্তনর এলা
গৌর গদাধর সঙ্গে খেলে সুরধ্বনী তীরে গৌর
লিরিক্সহানঃ
গৌর গদাধর সঙ্গে খেলে সুরধ্বনী তীরে গৌর
আবির অরুণ আঁখি মেলিতে না পারে গৌর ।
গদাধর মুখো হেরি ব্রজের ভাবে ভাবো সুঙরিরে
প্রিয় রাধা রাধা বলি পুনঃপুনঃ মারে গৌর।
প্রাণ পিয়ারী বলে কিশোরী মারোতো পুনঃ পুনঃ
ঐ মুখো হেরি।।
কথা-সুর সংগ্রহ
অজা বিনোদ সিংহ (বান্দারা অজা)
প্রয়াতঃ অজা হরেন সিংহ
সংগ্রাহক
বিপুল সিংহ (তিলকপুর)
সামাজিক স্বেচ্ছাসেবক
ডিজিটাল সংরক্ষণ
সম্পাদক, নিংশিং চে
0 Comment "গৌর গদাধর সঙ্গে খেলে সুরধ্বনী তীরে গৌর (হোলির এলা)"
একটি মন্তব্য পোস্ট করুন