রায়ের ইঙ্গিতো জানি ঘেরে গোপালো লাল (হোলির এলা)

হোলি কীর্তনর এলা

রায়ের ইঙ্গিতো জানি ঘেরে গোপালো লাল
রায়ের ইঙ্গিতো জানি ঘেরে গোপালো লাল, অঞ্জলী অঞ্জলী লইয়া ফেরে ঘনে ঘনো

লিরিক্সহানঃ
রায়ের ইঙ্গিতো জানি ঘেরে গোপালো লাল,
অঞ্জলী অঞ্জলী লইয়া ফেরে ঘনে ঘনো।

মাথা ঘুরায় ব্রজ লাল, পালায় দূরে শ্যামচাঁদ।
এদিক ওদিক দু'দিক নাহি জানে গিরিধারী।

শ্যাম পলাইতে চাইরে, নাগর পলাইতে চাইরে।
সখি মাঝে রইতে নারে, নাগর পলাইতে চাইরে।
চৌদিকে ব্রজ বধু পথ নাহি পায়রে

কথা-সুর সংগ্রহ
প্রয়াতঃ অজা রামেশ্বর সিংহ
সংগ্রাহক 
বিপুল সিংহ (তিলকপুর)
সামাজিক স্বেচ্ছাসেবক
ডিজিটাল সংরক্ষণ
সম্পাদক, নিংশিং চে

মতাতম দিকঃ

0 Comment "রায়ের ইঙ্গিতো জানি ঘেরে গোপালো লাল (হোলির এলা)"

একটি মন্তব্য পোস্ট করুন