নিংশিং ম্যাগাজিনের এবারের পঞ্চম সংখ্যায় প্রকাশের জন্য বিষ্ণুপ্রিয়া মণিপুরি সংস্কৃতি ও আরো ৪টি ক্যাটাগরির উপর একটি ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । এই প্রতিযোগিতায় যে কেহই অংশগ্রহণ করতে পারবেন ।
---------------------------------------------------------------------
ক্যাটাগরিঃ
১। বিষ্ণুপ্রিয়া মণিপুরি পোর্ট্রেট (Portrait Photography)
২। বিষ্ণুপ্রিয়া মণিপুরি এরিয়েল (Aerial Photography)
৩। বিষ্ণুপ্রিয়া মণিপুরি ঐতিহ্যবাহী পোষাক (Traditional Fashion Photography)
৪। বিষ্ণুপ্রিয়া মণিপুরি সংস্কৃতি (Cultural Photography)
৫। মোবাইল ফটোগ্রাফি (Mobile Photography)
---------------------------------------------------------------------
পুরস্কারঃ
* প্রথম পুরস্কার - ২০০০ টাকা/-
* দ্বিতীয় পুরস্কার - ১০০০ টাকা/-
* তৃতীয় পুরস্কার - ৫০০ টাকা/-
এছাড়াও আরো মনোনিত ৫জন ফটোগ্রাফারকে সার্টিফিকেশন দেওয়া হবে ।
---------------------------------------------------------------------
- সাবমিশন শুরু - ১৫ই সেপ্টেম্বর ২০১৯
- সাবমিশন শেষ - ১৫ই অক্টোবর ২০১৯
---------------------------------------------------------------------
সাবমিশন ইমেইল - ningshingche@gmail.com
প্রতিযোগিতা সম্পর্কে আরো বিস্তারিতঃ ningshingche.com
---------------------------------------------------------------------
অংশগ্রহণের নীতিমালাঃ
১। ছবি jpeg ফরমেটে দিতে হবে।
২। ফটো অবশ্যই ল্যান্ডস্কেপ (Landscape) আকারের হতে হবে ।
৩। ছবি এডিট করে জমা দেয়া যাবে । যদি এডিট করা হয় তবে RAW ফাইল সংযোজন করে দিতে হবে ।
৪। একজন ফটোগ্রাফার সর্বোচ্চ ৫টি ছবি জমা দিতে পারবে ।
৫। নির্দিষ্ট সময়ের মধ্যে ফটোগ্রাফগুলো zip ফাইলে করে পাঠাতে হবে । পাঠানোর সময় ফটোগ্রাফারের নাম, ফটোগ্রাফারের একটি ছবি, ঠিকানা, মোবাইল নাম্বার সংযোগ করে Email করতে হবে ।
৬। প্রত্যকে ফটোগ্রাফ এর নিচে ইমেইলে দেওয়ার সময় ছবি সম্পর্কে ব্রিফ একটি বিবরণ দিতে হবে ।
---------------------------------------------------------------------
নির্বাচিত তিনটি ফটোগ্রাফারকে আনুষ্ঠানিকতার মাধ্যমে পুরস্কৃত করা হবে । এছাড়াও আরো ৫টি নির্বাচিত ফটোগ্রাফকে নিংশিং ম্যাগাজিনে প্রকাশ করা হবে । শেষ পাঁচটি ফটোগ্রাফারকে সান্তনা পুরস্কার সহ প্রত্যেক ফটোগ্রাফারকে সার্টিফিকেশন করা হবে ।
ধন্যবাদ ।
0 Comment "মনিপুরি ফটোগ্রাফি কনটেস্ট ১.০ (ইভেন্ট)"
একটি মন্তব্য পোস্ট করুন