মণিপুরি ব্লাড ব্যাংক- রাকুল সিংহ


ণিপুরী ব্লাড ব্যাংক একটি অনলাইনভিত্তিক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।  গত বছরের ১২ অক্টোবর মানবতার সেবায় নিয়োজিত কয়েকজন তরুন মণিপুরী স্বেচ্ছাসেবক নিয়ে একটি অনলাইন ফেসবুকের গ্রুপের মাধ্যমে জন্ম হয় যার অফিসিয়াল স্লোগান বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় "রকত দিতাঙায়,বাঁচতাই মানু" এবং সাথে সব দিকে কার্যক্রম ছড়িয়ে দিতে বাংলা ভাষায় স্লোগান করা হয় "রক্ত দিবো,বাঁচাবো মানুষ" ও ইংরেজী ভাষায় স্লোগান "Give Blood,People Will Live" নিয়ে পরিচালিত হচ্ছে।  এই সংগঠনের উৎপত্তি মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ থানায় যার কার্যক্রম সিলেট বিভাগে পরিচালিত হচ্ছে।  এই সংগঠনের লক্ষ্য অসহাগরিব দূঃখিদের বন্ধুর মতো পাশে থাকা।  মণিপুরী ব্লাড ব্যাংক প্রথম কার্যক্রম ছিল ১৭৫তম মণিপুরী রাসপূর্ণিমায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন এর মাধ্যমে।  নামকরণ এবং অন্যান্য আনুষাঙ্গীক বিষয়াদি বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় হলেও “মণিপুরি ব্লাড ব্যাংক” জাতি গোষ্ঠী নির্বিশেষ সকলের জন্য।  কারণ, মানুষ মানুষের জন্য ।  পৃথিবীতে প্রত্যেকে বাঁচার অধিকার রাখে।  এখানে ধর্ম গোত্র বিষয় না।  তাই আমাদের এ সেবা সকলের জন্য উন্মুক্ত।  বিভিন্ন রকম কার্যক্রমের মাধ্যমে এ সংগঠনকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 

বিগত বছর ও আজোবধি পরিচালিত কার্যক্রম সমূহঃ
১. মহারাসপূর্ণিমায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও জনসচেতনতামূলক কার্যক্রম।
২. ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসে রক্তের গ্রুপ নির্ণয় ও ক্যাম্প।
৩. সুদেষ্ণা দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া প্রতিরোধমমূলক কর্মসূচি।
৪.আদিবাসী দিবসে মণিপুরী সমাজ কল্যান কার্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি।
৫.সিলেট শহরে রক্তদাতা বৃদ্ধিতে ও সচেতনতা জন্য ভ্রাম্যমান ক্যাম্পইন।
৬. হেতিমগঞ্জ কোনাচর এলাকায় রক্তের গ্রুপ নির্ণয় জনসচেতনতামূলক কর্মসূচি।
৭. পরিষ্কার পরিচ্ছন্ন নগরী গড়তে সিলেট নগরীতে পরিছন্নতা অভিযানে অংশগ্রহন।
৮.মৌলভীবাজার ও জকিগজ্ঞে  ২০১৮ সালে ভয়াবহ বন্যার সময় বন্যার্তদের বিভিন্ন সেবায় অংশগ্রহন।
৯. চা শ্রমিকের সচেতনতা বৃদ্ধিতে সচেতনতামমূলক কর্মসূচি।
১০. দরিদ্র ছাত্রছাত্রীদের ভর্তি কার্যক্রম সহযোগীতা ও বই পত্র  বিতরণ ও অসহায় রোগীদের চিকিৎসা ক্ষেত্রে সাহায্য সহযোগীতা।
১১. শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে বস্ত্র বিতরণ কার্যক্রম।
১১. ১ম বর্ষপূর্তি রক্তদানের উৎসাহ ও মকবুল আলী উচ্চ বিদ্যালয়ে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন এবং থ্যালাসেমিয়া,স্তন ক্যাস্নার নিয়ে জনসচেতনতা কার্যক্রম।

এছাড়া ও প্রতিনিয়ত অসহায়দের জন্য রক্তের প্রয়োজনে রক্তদাতা রক্তদান করিয়ে রোগীর পাশে থাকা।

অনলাইনভিত্তিক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মণিপুরী ব্লাড ব্যাংক এর বর্তমান সদস্য সংখ্যা ২৬ জন যা বর্তমানে মৌলভীবাজার,সিলেট ও ঢাকায় অবস্থান করছেন, তারা ইংরেজী বছরে প্রথমে ও শেষে সদস্য সংগ্রহ করে নির্ধারিত ফরমে মাধ্যমে।  যদি কেউ স্বেচ্ছায় বিনাস্বার্থে মানুষ ও দেশের জন্য কাজ করতে চায় তাহলে তাদের নির্ধারিত ফরম শর্তসাপেক্ষ মেনে সদস্য ফর্ম পূরণ করা হয়।
মণিপুরী ব্লাড ব্যাংক এর ভবিষ্যৎ কার্যক্রম ও লক্ষ্যে অনেক যার মধ্যে তাদের নিজস্ব ব্লাড ব্যাংক মাধ্যমে কম টাকায় অসহায়দের জন্য ব্লাড ট্রান্সফিউশন সুবিধা, বিভিন্ন জনসচেতনতা কার্যক্রম বাড়ানো ও বিভিন্ন অসহায়দের সহযোগীতা সহ আরো অনেক কার্যক্রম।
 কোন মতভেদ সৃষ্টি এবং ভেদাভেদ সৃষ্টিতে এই স্বেচ্ছাসেবী দল কখনোই কাজ করেনা।  উদ্যামী কিছু চিন্তাভাবনা ও সমমনা কয়েক জন মানুষের হাতেই এই সংগঠনের বেড়ে উঠা।  বিশাল কর্মপরিধি ও আজীবন স্বেচ্ছাচারী কার্যক্রমের মাধ্যমে এক নিবেদিত জনসেবায় এই সংগঠন বেড়ে উঠার প্রশ্বাসে তারা একতাবদ্ধ।  সাহায্য সহযোগীতা ও অঢেল ভালোবাসা তারা সবার কাছ থেকে আশা করে।
লেখক
রাকুল সিংহ
দালুয়া, কমলগঞ্জ, বাংলাদেশ।

0 Comment "মণিপুরি ব্লাড ব্যাংক- রাকুল সিংহ"

একটি মন্তব্য পোস্ট করুন